হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মরহুম আল্লামা মুর্তজা মুতাহারি বলেছেন, মুসলমানদের মধ্যে মতভেদ যেমন রয়েছে, তেমনি অসংখ্য মিলও বিদ্যমান।
আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি আস্থা, হজ ও অন্যান্য ইবাদত-এসব সাধারণ বিষয়ে একত্র হওয়াই মুসলিম সমাজের জন্য বড় শক্তি হতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, ইসলামের বিপজ্জনক শত্রুদের মোকাবেলায় আমাদের এই মিলগুলো কাজে লাগিয়ে ভ্রাতৃত্বের হাত বাড়াতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। তবে তিনি স্পষ্ট করে দেন যে, "ইসলামী ঐক্য" মানে কোনো মাজহাবী পার্থক্য মুছে একক দল তৈরি করা নয়, বরং পারস্পরিক সম্মান বজায় রেখে যৌথ ফ্রন্ট গঠন করা।
আল্লামা মুতাহারি আরও বলেন, ইসলামী ঐক্যের পক্ষে কথা বলার অর্থ এই নয় যে সত্য কথা বলার ক্ষেত্রে কোনো আপস করা হবে। বরং সত্য উচ্চারণের পাশাপাশি পারস্পরিক মিলকে গুরুত্ব দিয়ে মুসলিম উম্মাহর জন্য শক্তিশালী ঐক্য গড়ে তুলতে হবে।
আপনার কমেন্ট